জকিগঞ্জ বার্তার ‘’মুখোমুখি’’ অনুষ্ঠানে কসকনকপুর ইউপি চেয়ারম্যান যা বললেন
প্রকাশিত হয়েছে : ১২:৩৪:১৭,অপরাহ্ন ০২ জুন ২০১৬ | সংবাদটি ৬২১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ আলতাফ হোসেন লস্কর ২৮ ফেব্রুয়ারি ১৯৫৬ সালে কসনকপুর ইউনিয়নের ……… গ্রামে এক লস্কর পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা হাজ্বী আব্দুল নাঈম লস্কর, মা ফাতিমা বেগম লস্কর। তিনি ২০১১ সালে ২১৯৯টি ভোট পেয়ে প্রথম বারের মত কসকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডট কমের মুখোমুখি অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচিত হওয়ার পূর্বে প্রতিজ্ঞা করেছিলেন নির্বাচিত হলে সকলের সহযোগিতায় সুষ্টভাবে ইউনিয়ন পরিচালনা করবেন। এবং তিনি দাবি করেন জকিগঞ্জের প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানগনের চেয়ে বেশি দিন অফিস করেছেন। পাশাপাশি তাঁর ইউনিয়নে চুরি-ডাকাতি, সালিশ বিচারের আমানত ও কাবিনের টাকা আত্মসাৎ রোধ করেন। আমার ইউনিয়নে কোন প্রকার দুর্নীতি হয়নি তবে একজন মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতির অভিযোগ পাওয়া গেলে তাকে মেম্বারশীপ থেকে সাসপেন্ড করা হয়। তিনি আরো বলেন, আমি আমেরিকায় আমার বৃদ্ধা মা ও পরিবার রেখে জনসেবা করতে গ্রামে এসেছি। এখানকার মানুষকে আমি ভালোবেসেছি, মানুষও আমাকে ভালোবাসে। আমি যতটুকু পেরেছি সৎ থাকার চেষ্টা করেছি। এবার প্রশ্নউত্তর পর্বে………
জকিগঞ্জ বার্তাঃ কেমন আছেন?
আলতাফ হোসেন লস্করঃ ভালো আছি।
জকিগঞ্জ বার্তাঃ আগামী নির্বাচনেও আপনি একজন প্রার্থী, প্রচারণা কেমন চলছে?
আলতাফ হোসেন লস্করঃ প্রচারণা চলছে এবং যথেষ্ট পরিমানে ভোটারের সাড়া পাচ্ছি, তাই খুবই ভালো লাগছে।
জকিগঞ্জ বার্তাঃ আপনি কি প্রথম বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন?
আলতাফ হোসেন লস্করঃ হ্যা, নির্বাচনে প্রথম বার প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম।
জকিগঞ্জ বার্তাঃ নির্বাচনে আসার কারণ বা উদ্দেশ্য কি ছিলো?
আলতাফ হোসেন লস্করঃ আমার ভালো লাগে জনগণের সাথে মিশে জনসেবা করা। যার জন্য আমি আমেরিকা ছেড়ে মা, ভাই, ৭ সন্তান সহ স্ত্রী রেখে দেশে এসে জনগণের খেদমতের জন্য পরে আছি।
জকিগঞ্জ বার্তাঃ নির্বাচনে আসার পূর্বে আপনি জনগণকে কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন?
আলতাফ হোসেন লস্করঃ আমার প্রতিশ্রুতি ছিল সব সময় জনগণের পাশে থাকবো এবং ছিলামও। যদিও অনেকে ভিন্ন কথা বলছেন।
জকিগঞ্জ বার্তাঃ অনেক উন্নয়ন করেছেন বলছেন এর মধ্যে উল্লেখযোগ্য উন্নয়ন কি ছিলো?
আলতাফ হোসেন লস্করঃ বরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষে অনেক উন্নয়ন হয়েছে।বিশেষ করে আমি আমার ইউনিয়নের চুরি বন্ধ করেছি। আমার পকটের টাকা খরচ করে সয়েল টেষ্ট করে সরকার থেকে এই কমপ্লেক্স ভবন নির্মান করিয়েছি।
জকিগঞ্জ বার্তাঃ আপনার ইউনিয়নে এমন কিছু সমস্যা রয়েছে যা এখনও সমাধান সম্ভব হয়নি?
আলতাফ হোসেন লস্করঃ আমার ইউনিয়নে রাস্তা ও কালভার্টের কিছু সমস্যা রয়েছে যা অনেকটা সমাধান করা সম্ভব হয়নি। আগামীতে আমি নির্বাচিত হলে তা করতে পারবো, ইনশাল্লাহ্।
জকিগঞ্জ বার্তাঃ শিক্ষা ক্ষেত্রে আপনার কি কি অবদান ছিলো?
আলতাফ হোসেন লস্করঃ আমি হাফিজ মজুমদার বিদ্যানিকেতনে ২ লক্ষ ৫০হাজার টাকা দিয়ে আজীবন দাতা সদস্য হয়েছি। গাজীর মোকাম মাদ্রাসায় ৭/৮ লক্ষ টাকা ব্যয় করে একটি বিল্ডিং দিয়েছি। শাহাজালাল ইসলামী কিন্ডার গার্টেনে বাচ্চাদের লেখা-পড়ার মান উন্নয়নের জন্য একটি প্রজেক্টর কিনে দিয়েছি। আমি অনেক ছাত্র-ছাত্রীদেরকে নিজে বেতন দিয়ে লেখা-পড়ার সুযোগ করে দিয়েছি। বিভিন্ন স্কুল, মাদ্রাসায় সরকারি বরাদ্ধ দিয়েছি।
জকিগঞ্জ বার্তাঃ গ্রাম আদালতে বিচার আসলে তা কতটা সুষ্টভাবে সম্পন্ন করা হয়েছে?
আলতাফ হোসেন লস্করঃ অনেক মামলা সুষ্টভাবে নিষ্পত্তি হয়েছে। শুধুমাত্র একটি মামলার রায় একটি পক্ষে না আসাতে ১৫হাজার টাকা জরিমানা করে আদালতে পেরণ করা হয়েছে। পরে তা নিষ্পত্তি হয়। অনেকের পারিবারিক সমস্যায় বিয়ে ভঙ্গ করতে চাইলে আমি ভঙ্গ না করে আমার পকেটের টাকা দিয়ে সমস্যার নিষ্পত্তি করি। বর্তমানে পরিবারগুলো সুন্দর মত চলছে।
জকিগঞ্জ বার্তাঃ সরকার থেকে যে প্রকল্প এসেছিলো তা কতটা বাস্তবায়ন হয়েছে?
আলতাফ হোসেন লস্করঃ প্রকল্পগুলো শত ভাগ বাস্তবায়ন করার চেষ্টা করেছি। কোন প্রকল্প যে বাস্তবায়ন হয়নি, এমন কোন অভিযোগ নেই।
জকিগঞ্জ বার্তাঃ আগামী নির্বাচন দলীয় মনোনয়নে অনুষ্ঠিত হচ্ছে, সে ক্ষেত্রে জনগণ ইউনিয়ন থেকে কি সেবা পাবে না এ ক্ষেত্রে কোন দলীয় করণ হবে কি? আপনি কি মনে করেন?
আলতাফ হোসেন লস্করঃ আমি মনে করি ভালো হবে এবং শত ভাগ নিরপেক্ষ থাকবে। সুতরাং সুষ্টভাবে দায়িত্ব পালন করলে মানুষ সেবা পাবে।
জকিগঞ্জ বার্তাঃ আপনি তো আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। দল থেকে আপনি মনোনয়ন না পাওয়ার কারণ কি?
আলতাফ হোসেন লস্করঃ আওয়ামীলীগ থেকে সবাইকে তো দেওয়া সম্ভব নয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহ অনেকে বলছেন বর্তমান চেয়ারম্যান থাকলে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে সুতরাং আমি এতোটা দৌড়ঝাঁপ দেইনি ভাবছিলাম যে, আমি মনোনয়ন পাব। কারণ ছত্রলীগ থেকে আজ আওয়ামী লীগ করছি। আমি প্রতিহিংসার কারণে মনোনয়ন পাইনি।
জকিগঞ্জ বার্তাঃ আগামী ৪জুনের নির্বাচনে আপনি কেমনটা আশা করেন?
আলতাফ হোসেন লস্করঃ আমি আমেরিকা ছেড়ে গ্রামে পরে আছি, জনগণের পাশে আছি। জনগণ আমার পাশে আছে। এইটা আগামী ৪তারিখের নির্বাচনে ভোটের মধে আমার জনগণ প্রমাণ করবে, কতটুকু আমাকে ভালোবাসে, কতটুকু আমি ভালো কাজ করেছি। ইনশাআল্লাহ্ এত ভোট পাব যে আগামী একশ বছরে কেউ এত ভোট পাবে না।
জকিগঞ্জ বার্তাঃ কোন বলে আপনি মনে করেন এতো ভোট পাবেন?
আলতাফ হোসেন লস্করঃ আমি ভালো কাজ করেছি। আগে বলছেন চেয়ারম্যান সাহেবে মদ খেয়ে মাতাল থাকবেন। একদিনও কেউ মদ খাওয়াত পায়নি, মদ খাইও নি। রাত ২টায় মৌলভিরচক এলাকায় সংঘর্ষ হলে আমি সেখানেও উপস্থিত হয়ে মীমাংসা করেছি। অনেকে বলছেন, চেয়ারম্যান সাহেবের বাড়িতে দারওয়ান থাকবে ছয় জন, সহজে গেইট খলবে না আর চেয়ারম্যানকেও পাওয়া যাবে না। ইনশাআল্লাহ্ কেউ বলতে পারবে না যে এমন হয়েছে আর আমাকেও পাওয়া যায়নি। আমার ইউনিয়নে চাল চুরি নেই, গম চুরি নেই যার জন্য আমি দাবি করে বলছি জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। আমি নির্বাচিত হওয়ার পর সরকার প্রথমে আমাকে রিলিফে ১৪৫ নাম দিতো কিন্তু বর্তমানে ২৪৫নাম দেওয়ায় অনেকে আমার বাড়িতে গেলে আমার যাকাতের টাকা দিয়ে দিতাম। কাউকে খালি হাতে বিদায় দেইনি। যার জন্য এটা আমার মনের ভরসা……।
জকিগঞ্জ বার্তাঃ আপনি কতটা সফল চেয়ারম্যান?
আলতাফ হোসেন লস্করঃ আমি মনে করি, আমি শত ভাগ সফল।
জকিগঞ্জ বার্তাঃ আগামী নির্বাচনে কোন প্রার্থীকে আপনার প্রতিদ্বন্দ্বী মনে হয়?
আলতাফ হোসেন লস্করঃ আমি কোন প্রার্থীকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমি মনে করি আমিই একক প্রার্থী এই ইউনিয়নের। নির্বাচন সুষ্ট হলে ইনশাআল্লাহ্ ৫হাজার উপরে ভোট পাব।
জকিগঞ্জ বার্তাঃ আপনি কি মনে করেন নির্বাচন সুষ্টভাবে অনুষ্টিত হবে?
আলতাফ হোসেন লস্করঃ আমার মনের বিশ্বাস হাসিনা সরকার কোন জালায়াতির সরকার নয়। সুতরাং নির্বাচন সুষ্ট হবে।
জকিগঞ্জ বার্তাঃ আপনার কাছে কোন কোন কেন্দ্র ঝুকিপুর্ণ মনে হয়?
আলতাফ হোসেন লস্করঃ অনেকে প্রচারণা চালাচ্ছে হাতিডহর কেন্দ্র এবং ইউনিয়ন অফিস কেন্দ্রর ভোট গ্রহণ সকাল ১১টায় শেষ করে জকিগঞ্জ নিয়ে ভোট গণনা করা হবে। এমনটা হলে তো পাবলিক তা প্রতিহত করবে এতে সংঘর্ষও হতে পারে।
জকিগঞ্জ বার্তাঃ আপনাকে ধন্যবাদ।
আলতাফ হোসেন লস্করঃ আপনাদেরকেও ধন্যবাদ।
পাঠক ও উপস্থিতির মধ্যে প্রশ্ন করেন,
অলিউর রাহমান,গ্রাম কসকনকপুরঃ মেজাজ গরম হওয়ার কারণ?
আলতাফ হোসেন লস্করঃ অনেক সময় দেখা গেছে কাগজ ভিন্ন ভাবে নিয়ে আসা হয় স্বাক্ষর করতে। এই সব অনিয়ম দেখলে মেজাজ খারাপ হয়, তখন বাধ্য হয়ে মেজাজ গরম হতো।
আবুল, কাতার প্রবাসি, গ্রাম দুধের চকঃ দুশের চক গ্রামের রাস্তাটি না হওয়ার কারণ?
আলতাফ হোসেন লস্করঃ ঐ রাস্তায় ২লক্ষ ৫০ হাজার টাকা ব্যয় করে একটি কালভার্ট নির্মান করা হয়েছে। রাস্তা নিয়ে দু’পক্ষের মামলা চলছে যার জন্য মাটি ভরাট করা সম্ভব হচ্ছে না। মামলা নিষ্পত্তি হলে মাটি ভরাট করানো হবে।
আহমদ সুলেমান, সৌদি প্রবাসীঃ চেকপোষ্ট থেকে হাজিগঞ্জ রাস্তা সংস্কার করা হয়নি কেন?
আলতাফ হোসেন লস্করঃ হাফিজ মজুমদার সাহেব দু’বার এমপি থাকা অবস্থায় তিনি কাজ করতে পারেননি। আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে আমার পকেটের টাকা খরচ করে ৪১লক্ষ ২হাজার ২শত ৫৫টাকা টেন্ডার করানো হয়েছে।
কখন কাজ শুরু হবে এবং কতটুকু হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চেকপৌষ্ট থেকে নাজির খাল পর্যন্ত পিচ রাস্তা রিপিয়ারিং সহ মৌলভীর চক থেকে নতুন ৫০০মিটার করা হবে। যেহেতু কাজের টেন্ডার হয়ে গেছে এতো দিনে কাজ শুরু হওয়ার কথা। আগামী নির্বাচনে আমার ভোট নষ্ট করতে একজন প্রার্থী কিছু টাকা দিয়ে কাজ দেরিতে শুরু করার চেষ্টা করেছেন। যার লিখিত ডকুমেন্ট আমার কাছে আছে।
‘’মুখোমুখি’’ অনুষ্ঠান পরিচালনা করেন জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না। সহযোগিতায় ছিলেন ব্যবস্থাপনা সম্পাদক মো: আলম উদ্দিন।