ইউপি নির্বাচন; মোট ভোটার ১লক্ষ ৩৭হাজার ১শ ৬২জন
প্রকাশিত হয়েছে : ১১:৩৬:৪৮,অপরাহ্ন ০৩ জুন ২০১৬ | সংবাদটি ৮৭৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: শনিবার জকিগঞ্জের ৯ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ৮৪টি ভোট কেন্দ্রে নির্বাচন উপকরণ প্রেরণ করা হয়েছে। প্রিসাইডিং, সহকারি প্রিসাইডিং, পোলিং অফিসার গণসহ পুলিশ ও আনসার সদস্যরা স্ব স্ব কেন্দ্রে অবস্থান করছেন। সুষ্ঠ, নিরপেক্ষ ভোট গ্রহণের লক্ষ্যে সকলকে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছে, ১লক্ষ ৩৭হাজার ১শ ৬২জন। এর মধ্যে পুরুষ ৬৯হাজার ৬শ ৬৭জন, মহিলা ৬৭হাজার ৪শ ৯৫জন।