জকিগঞ্জ বার্তার ‘’মুখোমুখি’’ অনুষ্ঠানে বারঠাকুরী ইউপি চেয়ারম্যান বললেন উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছি
প্রকাশিত হয়েছে : ৩:১০:৪৭,অপরাহ্ন ০৪ জুন ২০১৬ | সংবাদটি ৯৮২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সর্বাধিক পাঠক প্রিয় ও জনপ্রিয় সংবাদ মাধ্যম জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের ‘’মুখোমুখি’’ অনুষ্ঠানে বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু বলেছেন, উন্নয়ন, অগ্রগতি আর মানুষের সেবার জন্য বিগত প্রায় ৫বছর অতিবাহিত করেছি। পুরো উপজেলার মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করেছি। সরকার থেকে প্রাপ্ত সকল বরাদ্ধ যথাযথভাবে বাস্তবায়ন করা হয়েছে। বিশেষ করে টি আর (টেষ্ট রিলিফ), কাবিখা, কাবিটা, কর্মসৃজন, এলজিএসপি, এডিপিসহ সকল প্রকল্প অত্যন্ত স্বচ্ছতা ও নিষ্টার সাথে বাস্তবায়িত হয়েছে। বাড়তি বরাদ্ধ পেতে প্রশাসনের কাছে বার বার তদবির করেছি। যাতে আমার এলাকায় উন্নয়ন বৃদ্ধি পায়। ডাকঘর নির্মাণ, কালভার্ট, যাত্রী ছাউনী, পাকা-ইটসলিং রা্স্তা, বিশুদ্ধ পানির জন্য অগভির নলকুপ ও ডিপ টিউবওয়েল স্থাপন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা, মন্দিরের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। মানুষকে সেবার মাধ্যমে অনেক আনন্দ পাওয়া যায়। প্রতিনিয়ত মানুষের সেবাই করে গেছি। নিজের জন্য কিছু করিনি। তবে আল্লাহর মেহেরবাণীতে আমরা পারিবারিকভাবে ধন সম্পদের মালিক হওয়াতে আমার কিছু করতে হবে না। নিজের বাড়ির দৈনন্দিন বাজার করতে হয় না। শুধুমাত্র মানুষের কল্যাণ আর অগ্রগতি চাই। জুলুম, নিপীড়ন আর অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার রয়েছি। গ্রাম আদালত শক্তিশালী করা হয়েছে। থানা-কোর্টে মামলা দিতে মা্নুষকে উদ্ধুদ্ধ করা হয়েছে। পরিষদের গ্রাম আদালতে ন্যায় বিচার করেছি। আমি চাই মানুষের ভালোবাসা। মানুষের পাশে থেকে মানুষের সেবা করা যায়।তাই আমার জীবনকে জনগণের জন্য উৎসর্গ করেছি। আমৃত্যু জনগণের কল্যাণে কাজ করতে চাই।বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হবে। দলীয়ভাবে নির্বাচন হওয়ায় তিনি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। বলেন, উন্নয়ন করেছি বলেই জনগণ আমাকেই ভোট দেবেন। আমার সময়ে এ পরিষদে দূর্নীতি, অনিয়ম হয়নি। কিন্তু কেউ কেউ নির্বাচিত হওয়ার পর জনগণকে শোষণ করেছেন। মানুষের অধিকার ক্ষুন্ন ও হরণ করেছেন। তারাতো ভোট পাওয়ার কথা নয়। জনগণ অনেক সচেতন, বিধায় ইনশাল্লাহ নির্বাচিত হবো। বাকি প্রার্থী কেউই যোগ্য বলে জনগণ মনে করেন না।
যেসব উন্নয়ন হয়েছে, অতি সংক্ষেপে তুলে ধরা হলো: টাইলস দ্বারা যাত্রী ছাউনী-উত্তরকুল যাত্রী ছাউনী, সোনাসার যাত্রী ছাউনী, শরীফগঞ্জ বাজার যাত্রী ছাউনী, পাকা-দেবউত্তর যাত্রী ছাউনী, কজাপুর যাত্রী ছাউনী, উত্তরভাগ যাত্রী ছাউনী। সীমানা তোরণ- শরীফগঞ্জ বাজার সংলগ্ন দু’টি, বড়জান ব্রীজের সন্নিকটে দু’টি। কজাপুর ব্রিজ ৩২লক্ষ টাকায় নির্মিত। হাসিতলা ব্রিজ ৩২লক্ষ টাকায় নির্মিত, দেবউত্তর মসজিদ সংলগ্ন ব্রীজ ২৩লক্ষ টাকায় নির্মিত। দরিয়াপুর মসজিদ সংলগ্ন ব্রীজ ৩২লক্ষ ৫৩হাজার টাকা। নবীগঞ্জ স্কুলের সামনে ব্রীজ নির্মিত হয় ৪লক্ষ ৭৫হাজার টাকায়। শরীফগঞ্জ ডাকঘর নির্মাণ করা হয়েছে।
বারগাত্তা নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ব্রীজ ৪লক্ষ ৭৫হাজার টাকা, চানপুর স্কুলের সামনের ব্রীজ ১কোটি টাকা।এমআর মজুমদার বিদ্যানিকেতনে ল্যাপটপ কম্পিউটার সরবাহ, আমলসীদ, বারগাত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে উন্নয়ন। দরিদ্র মানুষকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ। ই্উপি ভবনে অনুষ্ঠিত ‘’মুখোমুখি’’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাষ্টার নমিক আহমদ, কাজী ফখরুল ইসলাম, ডা. এম এ কাদির, রিয়াজ উদ্দিন চৌধুরী, আব্দুর রশিদ চৌধুরী, আব্দুল গণি, ছাই মিয়া, মাহমদ আলী, ছালিক আহমদ, ইউপি সদস্য আজমল আলী, ডা. কাদির আল আজাদ, আল আমিন আহমদ ও কাওছার আহমদ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না।