নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের ৯ইউপিতে গতকাল শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। খলাছড়া ইউপিতে কবির আহমদ (নৌকা)২৯৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ২৯৫৬ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্ধি হয়েছেন আব্দুল গফুর (মোটরসাইকেল), গোলাম মোস্তফা মাসুক (আনারস) ২৩৪৯, আব্দুল হক (লাঙ্গল) ১৬৪৫।