পবিত্র মাহে রমদ্বানকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ তালামীযের মিছিল
প্রকাশিত হয়েছে : ২:১০:৪১,অপরাহ্ন ০৮ জুন ২০১৬ | সংবাদটি ৭৩৬ বার পঠিত
সোমবার সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। ইছামতি কামিল মাদরাসা ও ৯নং মানিকপু ইউনিয়ন শাখা’র যৌত উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। ইছামতি কামিল মাদরাসা হতে স্বাগত মিছিল বেরকরে। মিছিলটি কালিগঞ্জ বাজার। বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে এক পথ সভা অনুষ্ঠিত হয়। ইছামতি কামিল মাদরাসা’র সাধারণ সম্পাদক আকবর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মানিকপুর ইউনিয়ন তালামীযে’র সভাপতি আহমদ হোসাইন আইমান এর পরিচালনা প্রধান অতিথি : হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখা’র সভাপতি ছাত্র নেতা আব্দুল মুকিত।
বিশেষ অতিথি : ছিলেন : জকিগঞ্জ উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক মো: আবু সুফিয়ান, উপস্থিত ছিলেন : আল ইসলা’র নেতা মিসবাহ্ উদ্দিন, ইছামতি কামিল মাদরাসার সহ সভাপতি মো: মাহতাব উদ্দিন, ইছামতি ডিগ্রী কলেজ তালামীযে’র সাবেক সভাপতি হুসাইন আহম, সভাপতি মো: ফয়ছল আহমদ,সাধারণ সম্পাক আব্দুর রশিদ চৌধুরী, মানিকপুর ইউনিয়ন তালামীযে’র সহ সভাপতি কাজী জাহেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক মায়রুফ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক রেদ্বওন আহমদ চৌধুরী, অফিস সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী, সহ-প্রচার সম্পাদক জাকির আহমদ, ইছামতি উচ্চ বিদ্যাল শাখা’র সভাপতি আব্দুল হামিদ, ফারুক আহমদ, হাসিব আহমদ, ইমরান আহমদ চৌধুরী, ছালিক আহমদ, বক্তারা রমদ্বানের পবিত্রতা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখার আহবান জানান। “ইসলামী আদর্শ বিরোধী শিক্ষানীতি বাতিল করে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে গণমূখী শিক্ষানীতি প্রণয়নের” সভায় বলেন, বর্তমান শিক্ষানীতি একটি ধর্মহীন শিক্ষানীতি। এখানে ইসলামকে অবজ্ঞা করা হয়েছে। তা বাতিল করতে যা যা প্রয়োজন তা করা হবে। এজন্য সরকারকে চরম মূল্য দিতে হবে। প্রমুখ। উক্ত মিছিল ও পথ সভায় জকিগঞ্জ উপজেলা সহ ইছামতি কামিল মাদরাসা ও মানিকপুর অধীনস্ত ভিবিন্ন শাখার তালামিয ও আল ইসলাহ’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেনন।