জকিগঞ্জে লেগুনা ও রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
প্রকাশিত হয়েছে : ১২:০৯:৪৫,অপরাহ্ন ০৯ জুন ২০১৬ | সংবাদটি ২১৪৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ উপজেলার সেনাপতির চক মেইন রোডে কালিগঞ্জ থেকে ছেড়ে আসা জকিগঞ্জগামী লেগুনা ও রিক্সার মুখোমুখি সংঘর্ষে সদর ইউনিয়নের রারাই গ্রামের মৃত মুছব্বির আলীর ছেলে (রিক্সা যাত্রী) ময়ূর আলী (৫০) নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি…………..রাজিউন।
জানা যায়, আজ বুধবার বিকাল সাড়ে ৪টায় ময়ূর আলী রিক্সা দিয়ে বাবুর বাজার যাওয়ার পথে সেনাপতির চক ব্রিজ পার হলে পূর্ব দিক থেকে আসা জকিগঞ্জগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হাড়িয়েছেন ময়ূর আলী। পরে স্থানীয়রা তাকে ঘটানাস্থল থেকে উদ্ধার করে জকিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় গুরুত্বর আহত হন সুলতানপুর ইউনিয়নের দরিয়াবাগ গ্রামের রিক্সা চালক কালাল আহমদ সহ আরও তিন জন।