পুকুরে ডুবে মা-বাবার একমাত্র সন্তানের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১:৫৮:৪৮,অপরাহ্ন ১৫ জুন ২০১৬ | সংবাদটি ৮৯২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: মা-বাবার একমাত্র পুত্র সন্তান অঙ্গজিৎ বিশ্বাস পুকুরে ডুবে মারা যায়। মঙ্গলবার সন্ধ্যার কিছুক্ষণ আগে মারা যায় জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের মির্জারচক গ্রামের নেন্টু বিশ্বাসের পুত্র। আত্মীয় নিকুঞ্জ বিহারী বিশ্বাস জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, মা ছেলেকে একা রেখে পার্শ্ববর্তী বাড়ির পুকুরে পানি আনতে যান। এ সময় বাড়ির পেছনের পুকুরে পড়ে ডুবে যায়। আকস্মিক খোজাখুজি শুরু হলে দেখতে পান পুকুরের পানিতে অঙ্গজিৎ। উদ্ধার করে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারনা করা হচ্ছে, ছেলেটি পুকুরেই মারা গেছে। শোকাহত পরিবার ও স্বজনদের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।