একটি বেপরোয়া লেগুনা কেড়ে নিল জকিগঞ্জের ললনী রায়’কে
প্রকাশিত হয়েছে : ৪:৩৯:০৫,অপরাহ্ন ১৫ জুন ২০১৬ | সংবাদটি ১০৯৫ বার পঠিত
সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের কদমতলা গ্রামের ৬০ বছর বয়সের ললনী রায় আজ ১০.৪৫ ঘন্টায় সিলেটেরর এম,এ,জি ওসমানী মেডিকেলে মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মরদেহ মর্গে রাখা হয়েছে। জানা যায় মঙ্গলবার দুপুরে বাড়ির সামনের রাস্তা অর্থাৎ জকিগঞ্জ – সিলেট রোড দিয়ে ব্যক্তিগত কাজে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন এমন সময় একটি বেপোরোয়া লেগুনা তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে জকিগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেলে ভর্তির জন্যে জানালে দ্রুত এ্যাম্বুলেন্স করে সিলেটে নিয়ে আসা হয়। তার অস্ত্রপাচারের সময় ডাক্তারা অনেক চেষ্টা করেন মাথায় আঘাতপ্রাপ্ত জায়গায় রক্তক্ষরণ বন্ধ কিভাবে করা যায় অনেক চেষ্টা করেও তা সম্ভব হয়নি। তাকে দুই ব্যাগ রক্ত দেয়া হয়। একপর্যায়ে ললনী রায় মৃত্যুরকোলে ঢলে পড়েন। লাশ ময়নাতদন্তের পর তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে।
তাহার মৃত্যুর জন্যে দায়ী ঘাতক লেগুনার ড্রাইভারের দৃষ্টান্তমুলক শাস্তি দাবা করছি। সুবিনয় মল্লিক