অব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী শাহগলী বাজার
প্রকাশিত হয়েছে : ৩:৫০:৪২,অপরাহ্ন ২১ জুন ২০১৬ | সংবাদটি ২২২৮ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্ট: জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শাহগলী বাজার। একসময় পূর্ব সিলেটের মধ্যে সুপরিচিত এই বাজারটি থাকলেও নানা কারনে দুর্বল ও সুনাম নষ্ঠ হয়ে পড়েছে এই শাহগলী বাজার এর। বিভিন্ন এলাকা হতে আসা মানুষের পদচারণায় মুখরিত হত যেই বাজার আজ সেই বাজারের অবস্থা করুন হয়ে পড়েছে। বর্তমান বাজারের এই অবস্থা হওয়া সম্পর্কে জানাযায়, বাজার কর্তৃপক্ষের অবহেলা,দীর্ঘদিন থেকে বাজার কমিটি বিলুপ্ত হওয়ায় নিয়মতান্ত্রিক ভাবে বাজার পরিচালনা না হওয়ার কারনে চুরি বৃদ্ধি পাচ্ছে। সে জন্য ব্যবসায়ীরা ভয় ও আতংকিত হয়ে দিন কাটাচ্ছে।একসময় বাজারে বহিরাগত ব্যবসায়ী আসলে বর্তমানে বিভিন্ন কারনে বহিরাগত ব্যবসায়ী আসা বন্ধ করে দেয়ায় বাজারের ব্যবসা কম হচ্ছে বলে অনেকে মনে করছেন। বাজারের একজন ব্যবসায়ী বলেন,বাজারে মানুষের সমাগম না হলে আমরা ব্যবসা করব কিভাবে, মানুষের আসা যাওয়া হলে ব্যবসা করতে ভাল লাগে। বাজারে মানুষ না আসার কারন জানতে চাইলে তিনি বলেন,বর্তমান বাজারের পরিবেশের যে অবস্থা এই অবস্থার মধ্যে কিভাবে মানুষ আসবে,বাজারের চারিদিকে ময়লা আবর্জনা ভরা, ড্রেইন পরিষ্কার না করার কারনে মানুষ বাজারে চলাফেরা করতে পারেনা। বাজারের ব্যবসায়ীরা মনে করছেন, প্রশাসন ও কর্তৃপক্ষ বাজার সম্পর্কে সঠিক ভূমিকা না নিলে ধ্বংস হয়ে যাবে ঐতিহ্যবাহী এই বাজার।
Chat conversation end