সেই ছেলে ধরা জাফর আলীর বিরুদ্ধে অপহরণ মামলা
প্রকাশিত হয়েছে : ৪:৪৬:৪৬,অপরাহ্ন ২২ জুন ২০১৬ | সংবাদটি ৫৪২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সেই ছেলে ধরা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কাউকান্দি চরগ্রামের নবী আলীর পুত্র জাফর আলীর (৪৫) বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৪, তাং- ২১-০৬-১৬ইং। মঙ্গলবার দুপুরের দিকে সোনাসার বাজারের পার্শ্ববর্তী বাড়ির নজমুল হকের শিশু পুত্র মুমিনুল হক (৪)কে আকস্মিক তাপ্পর দিয়ে সিএনজি অটোরিকসায় তুলতে চায়। শিশুটির পিতা ঘটনাটি দেখার পর পরই সিএনজির পিছু নেন। অবশেষে জকিগঞ্জ বাজারে তাকে আটক করে উত্তম-মধ্যম দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।