ধান ভর্তি এক ট্রাককে ২০হাজার জরিমানা, দু’টি ট্রাক ছেড়ে দেওয়া হয়েছে, জকিগঞ্জ বার্তাকে বললেন ইউএনও
প্রকাশিত হয়েছে : ৫:৩৮:৫১,অপরাহ্ন ২২ জুন ২০১৬ | সংবাদটি ৬২৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সিলেট ও হবিগঞ্জ থেকে জকিগঞ্জ খাদ্য গোদামে আসা ৩ট্রাক ধান আটক করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। বিধি বহির্ভূতভাবে ধান ক্রয়ের অভিযোগ পেয়ে গতকাল জকিগঞ্জ-শেওলা-সিলেট সড়কের পীর নগর এলাকা থেকে আটক করে উপজেলা পরিষদের সামনে নিয়ে আসেন তিনি। বিকেলে জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী বিভাস পালের মালিকানাধীন ১টি ট্রাককে ২০হাজার টাকা জরিমানা করেন। আর কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী শফিকুর রহমানের মালিকানাধীন বড় দু’টি ট্রাককে ছেড়ে দেওয়া হয়েছে। ইউএনও জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে বলেন আটক ট্রাকের মধ্যে একটি ট্রাক মালিককে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর বড় দু’টি ট্রাক ছেড়ে দেওয়া হয়েছে। যেহেতু রাস্তা থেকে ট্রাক ভর্তি ধান আটক করা হয়েছে, সেহেতু যথেষ্ট তথ্য প্রমাণ আমাদের কাছে নেই।