ইফতার মাহফিলের মাধ্যমে ‘’সেতু বন্ধন’’র আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ২:০৮:৫৯,অপরাহ্ন ২৩ জুন ২০১৬ | সংবাদটি ৬৫৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ‘’সেতু বন্ধন’’ এমপ্লয়িজ এসোসিয়েশন নামে একটি জন কল্যাণকর সংগঠন ইফতার মাহফিলের মাধ্যমে যাত্রা শুরু করে। সংগঠনের শ্লোগান হচ্ছে ‘’ভালবাসি জকিগঞ্জ’’। সেই ভালোবাসা আর ভালোলাগার জকিগঞ্জের মানুষের সুখে, দু:খে পাশে থাকা, ঐক্য, ভ্রাতৃত্ব আর সম্প্রীতির প্রত্যয় নিয়ে গঠিত হয় সংগঠনটি।
জকিগঞ্জে কর্মরত দেশের বিভিন্ন জেলার চাকুরীজীবীদের ‘সেতুবন্ধন’ এর আত্নপ্রকাশ উপলক্ষে বুধবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘’সেতু বন্ধন’’ এমপ্লয়িজ এসোসিয়েশনের সভাপতি ও হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক খালেদ মহিউদ্দিন আজাদের সভাপতিত্বে ও জনতা ব্যাংক কর্মকর্তা একেএম সাজিদুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিয়াজুর রহমান, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুর রহমান খান, ওসি তদন্ত শওকত হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কের আবাসিক মেডিকেল অফিসার ডা. খালেদ আহমদ, উপজেলা শিক্ষা অফিসার মো: রফিজ মিয়া, ডা. খালেদ শামস চৌধুরী, ইউআরসি ইন্সট্রাক্টর আবুল মাসুদ, কাস্টমস সুপারিনটেনডেন্ট আব্দুস সামাদ, কাস্টমস ইন্সপেক্টর নজির আহমদ, গোলাম কিবরিয়া, হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হরিপদ দত্ত, জকিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক সহকারী অধ্যাপক আল মামুন, জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রেসক্লাব কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না। উপস্থিত ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: খলিলুর রহমান, ব্যাংক কর্মকর্তা অসিত রায়, রফিকুল ইসলাম, অমিত রায়, প্রভাষক আতাহার আলী সরকার, প্রভাষক মনোয়ার হোসেন, ফারিয়ার সভাপতি ইউনুস আলী, ঔষধ কোম্পানীর প্রতিনিধি সন্তোষ মালাকার, আমিনুর ররহমান, সুয়েব রানা, রমজান আলী, সেতুবন্ধনের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ মাসুদ রানা, প্রচার সম্পাদক প্রভাষক ইমরান আলী, বসির আহমদ প্রমুখ। বক্তারা বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আগত চাকুরীজীবীদের সমন্বয়ে একটি জন কল্যাণকর সংগঠন ‘’সেতু বন্ধন’’ এমপ্লয়িজ এসোসিয়েশন।‘’সেতু বন্ধন’ পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আন্তরিকতার মাধ্যমে জকিগঞ্জের আর্তপীড়িত, সুবিধা বঞ্চিত ও দরিদ্র মানুষকে সহযোগিতা করবে। সংশ্লিষ্ট সেক্টরে চাকুরীজীবী সকলেই স্ব স্ব ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়াবেন। শিক্ষা ক্ষেত্রে ‘’সেতু বন্ধন’’ কাজ করবে। সব মিলিয়ে ‘’সেতু বন্ধন’’ এমপ্লয়িজ এসোসিয়েশন মানবতার কল্যাণে কাজ করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।বক্তারা সংগঠনের উদ্যোক্তাদের অভিনন্দন জানান।