কালিগঞ্জের এক তরুণ সমাজ সেবক শহিদুল ইসলাম বাবরের ইন্তেকাল: জানাযা আগামীকাল
প্রকাশিত হয়েছে : ১:০৪:০৭,অপরাহ্ন ২৫ জুন ২০১৬ | সংবাদটি ৩৬৫২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের খালাদাপনিয়া গ্রামের (বাদশাহ বাড়ি) নুনাই মিয়ার ৪র্থ ছেলে তরুণ সমাজসেবক শহিদুল ইসলাম চৌধুরী বাবর(২৯) আজ ২৫জুন শুক্রবার রাত ১০টা ৫মিনিটের সময় সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি…………… রাজিউন। তিনি দীর্ঘ দিন থেকে কিডনি জনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ভাই-বোন, বন্ধু-বান্ধব সহ অসং্খ্য আত্মীয় সজন রেখে গেছেন। মরহুমের জানাযা আগামীকাল দুপুর ২টা ৩০মিনিটের সময় ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসা মাঠে অনুষ্টিত হবে।
উল্লেখ্য, শহিদুল ইসলাম চৌধুরী বাবার গত ৪জুন মানিকপুর ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বীতা করে ৩১১টি ভোট পেয়ে ২য় স্থান অধিকার করেন। তার এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।