জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের প্রিন্সিপালের দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৫:৫২:৪৩,অপরাহ্ন ০২ জুলাই ২০১৬ | সংবাদটি ১২৯৪ বার পঠিত
সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ”র অধ্যক্ষ মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডা: নাজমুল ইসলাম লবৃহস্পতিবার বিকেল ৪.৪৫মিনিটের সময় ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ।মৃত্যুকালে তাহাঁর বয়স হয়েছিল ৭৩ বছর ।তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্বীয় স্বজন রেখে গেছেন ।ইন্নালিল্লাহী, ,,,,,,,,রাজীউন ।
মরহুমের প্রথম নামাজে জানাজা ঐ দিন
এশার নামাজের পর সিএমএইচ মসজিদে অনুষ্ঠিত হয় । রাতে মরহুমের মরদেহ অ্যাম্বুলেন্সযোগে সিলেট নিয়ে আসার পর লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয় ।
তিনি বিগত কয়েকদিন পূর্বে পায়চারি করার সময় হঠাৎ রাস্তায় পড়ে ব্রেইনষ্ট্রোক করে অজ্ঞান হলে তাৎক্ষনিক তাঁহাকে উন্নতর চিকিৎসার জন্য ঢাকা স্হানান্থরিত করা হয় ।দীর্ঘদিন চিকিৎসকরা প্রানপণ চেষ্টা করেও তার শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি ।
সকাল আট ঘটিকায় মরহুমের মরদেহ তারপ্রিয় বহূদিনের স্মৃতিবিজড়িত কলেজ ও হাসপাতালের চত্বরে আনা হয় ।
হাসপাতালের চিকিৎসক ,শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী শেষবারের মতো একনজর দেখার জন্য ভোর থেকেই কলেজ চত্বরে ভীড় জমান ।আবেগাপ্লুত ছাত্র শিক্ষক ,চিকিৎসক সবাই। মরহুমের দ্বিতীয় নামাজে জানাযা তাঁর প্রিয় কলেজ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের সম্মুখস্থ মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হয় ।
নামাজে জানাজায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যক্ষ, অধ্যাপক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, প্রকৌশলী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র ছাত্রী ছাড়াও অভিভাবক ও সাধারণ সহস্রাধিক মুসল্লি অংশ গ্রহণ করেন ।অন্যান্যদের মধ্যে শাবিপ্রবি’র ভিসি প্রফেসর ড,মো:আমিনুল হক ভূইঁয়া, লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ,বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং জালালাবাদ রাগীব রাবেয়া কলেজের প্রতিষ্টাতা চেয়ারম্যান দানবীর ড,রাগীব আলী,উপাচার্য প্রফেসর ড,মো: কামরুজ্জামান, অধ্যক্ষ অধ্যাপক ড, আনিসুর রহমান ফরাজী, সিওমেকের অধ্যাপক ডাক্তার মোর্শেদ আহমদ চৌধূরী ও উপস্থিত ছিলেন ।
তৃতীয় নামাজে জানাজা মরহুমের গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার জাঙ্গালহাটা গ্রামে জুমার নামাজের প অনুষ্ঠিত হয় এবং পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয় । আহমদুল হক চৌধুরী বেলাল