কালিগঞ্জে ‘’আপনজন’’র উদ্বোধনের পর পরই জমজমাট ব্যবসা
প্রকাশিত হয়েছে : ৬:৫৩:৪১,অপরাহ্ন ০৪ জুলাই ২০১৬ | সংবাদটি ৭৬৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের মেইন রোডে অত্যাধুনিক ডিজাইনের বিপুল কাপড়ের সমাহার নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে ‘’আপনজন’’ বেবিশপ লেডিস এন্ড জেন্টস। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, বাজার কমিটির সেক্রেটারি মনুর উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ বাজার কমিটির পরিচালক সাংবাদিক এনামুল হক মুন্না, ব্যবসায়ী নোমান উদ্দিন চৌধুরী, নূরুল আমিন চৌধুরী রিলন, শাহীন আহমদ তালুকদার, নজরুল ইসলাম, সংগঠক মো: মোস্তুফা উদ্দিন, আহমেদ ফরহাদ, শাবি শিক্ষার্থী তানভির আল হাসান, মঞ্জুরুল ইসলাম, বুরহান উদ্দিন, সাহেদ আহমদ, জাকির হোসাইন, জুনেদ আহমদ ও মো: শাফি প্রমূখ। প্রতিষ্ঠানের মালিক মিছবাহ আহমদ চৌধুরী জানান, তথ্য প্রযুক্তির যুগে গ্রাম বলতে কিছু নেই। সে চিন্তা থেকে তরুণদের চাহিদার সাথে সংগতি রেখে খুবই ভালো জামাকাপড় বিক্রির জন্য রাখা হয়েছে। উদ্বোধনের আগেই লক্ষাধিক টাকা বিক্রি করেছি। উদ্বোধনের পর পরই পুরো ব্যবসা-প্রতিষ্ঠানে উপচে পড়া ভির লেগেই আছে। মানুষের চাহিদা ও রুচির পরিবর্তনের কারণে বেশ জমজমাট ব্যবসা হচ্ছে বলে তিনি জানান। মসজিদ মার্কেটে তার আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান ‘’স্বপ্ন চুড়া’’ ভালো চলছে।