প্রবীণ ব্যবসায়ী, লা্কী হোটেলের মালিক শফিকুল হকের ইন্তেকাল; শোক
প্রকাশিত হয়েছে : ৫:২৪:৩৬,অপরাহ্ন ০৫ জুলাই ২০১৬ | সংবাদটি ৫২৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: প্রবীণ ব্যবসায়ী, জকিগঞ্জ জামে মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি, খলাছড়া গ্রাম নিবাসী, জকিগঞ্জ বাজারের লাকি হোটেলের মালিক হাজী শফিকুল হক (৮৬) আজ সোমবার দুপুর পৌনে ১টায় সিলেট নগরীর ওয়েসিস হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী…….রাজিয়ুন। তিনি দীর্ঘদিন থেকে বাধ্যক্ষজণিত বিভিন্ন রোগে ভূগছিলেন। ৭ছেলে ৪মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী রেখে যান তিনি। মরহুমের প্রবাস ফেরত পুত্র বেলাল জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, বাবা আজ দুপুর পৌনে ১টায় ওয়েসিস হসপিটালে ইন্তেকাল করেন। জানাযা আগামীকাল বেলা ২টায় জকিগঞ্জ টাউন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন, ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি আব্দুল জব্বার জবাই মিয়া, পরিচালক এনামুল হক মুন্না, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি ফজলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জামাল আহমদ, সেক্রেটারি ইকবাল তালুকদার, সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলু, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, ইতালী প্রবাসী মামুনুর রশিদ প্রমূখ।