বেস্ট এর ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ৫:৫১:০৭,অপরাহ্ন ০৭ জুলাই ২০১৬ | সংবাদটি ৫৮৩ বার পঠিত
বাংলাদেশ এডুকেশন এন্ড সোশ্যাল ট্রাস্ট (বেস্ট) এর ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠান গত কাল সোমবার কালিগঞ্জ বাজারস্থ অ্যাবাকাস লার্নিং হোমে অনুষ্ঠিত হয়। বেস্ট এর প্রতিষ্ঠাতা সদস্য ও শাবিপ্রবির ছাত্র মো.তানভীর আল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইছামতি ডিগ্রি কলেজের ছাত্র মোস্তফা উদ্দিন ও সুলতান আহমদ, সাউথ ইস্ট ইউনিভার্সিটির কাজি আহমদ আল সাজেদ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির এ.জি.এম সাহান উদ্দিন ও রুবেল আহমদ চৌধুরী, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এইচ এন ইমরান, এম সি কলেজের শাহনেওয়াজ সিফাত ও খালেদ হোসেন, মদন মোহন কলেজের এখতিয়ার হোসেন, লিডিং ইউনিভার্সিটির শাহজাহান আলম, ঢাকা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির গুলজার আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠক ফরহাদ, রুহুল, ইমন, কাজি জুবায়ের, নুরুল আমিন নয়ন, মারুফ হোসেন, শাহান আলম, ফারক, মাজেদ, হাসান,শিপলু জামান, খালেদ, বেলাল প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন এবাদুর রহমান ইফতারের আগে মোনাজাত করেন মো. আফরুজ্জামান। ইফতার মাহফিল শেষে গরিব– অসহায় প্রায় শতাধিক মানুষের মধ্যে “বেস্ট” এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।