আল্লামা মামরখানী র. ফাউন্ডেশন’র উদ্যোগে কাপড় বিতরণ
প্রকাশিত হয়েছে : ৮:১২:৫৬,অপরাহ্ন ১১ জুলাই ২০১৬ | সংবাদটি ৮৪৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আল্লামা মামরখানী র. ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার খেটে খাওয়া মানুষের মাঝে কাপড় (শাড়ি) বিতরণ করা হয়েছে। মামরখানী র. এর নিজ বাড়িতে বিতরণ উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। হাফিজ আব্দুল জলিল ছাহেব জাদায়ে মামরখানীর সভাপতিত্বে ও হাফিজ জারির হোসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠক, সমাজসেবক ও সাবেক ছাত্র নেতা মুহাম্মদুল্লাহ বুলবুল। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সহ–সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহীম ছাহেব জাদায় মামরখানী, ইউপি সদস্য আব্দুল হালিম ছাহেব জাদায়ে মামরখানী। উপস্থিত ছিলেন শিক্ষক আশরাফ আহমদ ও আশরাফ আহমদ প্রমূখ।