আমেরিকায় জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ (ইনক) এর কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২:৫১:০৪,অপরাহ্ন ১২ জুলাই ২০১৬ | সংবাদটি ১৭৪৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আমেরিকায় ২০১৬-১৮ সালের জন্য জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ (ইনক) এর কমিটি গঠন করা হয়েছে। মো: কায়সারুজ্জামান চৌধুরীকে সভাপতি, আমিনুল হক কাজী এনামকে সাধারণ সম্পাদক ও মো: মাহমুদ হোসাইনকে কোষাধ্যক্ষ করে পূর্ণাঙ্গ কমিটি করা হয়।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল মজিদ, ফারুক আহমদ লস্কর, আব্দুল মালিক, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুর রব, মুস্তাফিজুর রহমান চৌধুরী মুরাদ, সাংগঠনিক সম্পাদক আফরোজ্জামান চৌধুরী, সহকারি কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাসুদ মোহন, দপ্তর সম্পাদক কাজী উদ্দিন শামীম, প্রচার সম্পাদক কাজী কামিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কয়েছ উদ্দিন, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিজয় রায়, মহিলা সম্পাদিকা সুবহানা রাব্বানী জেসমিন, আন্তর্জাতিক সম্পাদক সুজাত আহমদ লস্কর, কার্যনির্বাহী সদস্য এখলাছুর রহমান তাফাদার, রাসেল আহমদ চৌধুরী, আব্দুর রহমান, আব্দুল হাসিম, ইফতেখার আহমদ চৌধুরী, আব্দুস সাত্তার, আব্দুল মুত্তাদির তাফাদার, বারিক চৌধুরী, কামাল আহমদ, হাফিজ একে তাফাদার, সুমন আহমদ, প্রফেসর মখলিছুর রহমান, সাব্বির আহমদ লস্কর, মো: এনাম উদ্দিন, সৈয়দ আবুল লেইস, রোমান হোসেন চৌধুরী, মতিন চৌধুরী ও হাফিজ এবাদুর রহমান চৌধুরী। জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনক এর সাধারণ সম্পাদক আমিনুল হক কাজী এনাম জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, সম্প্রতি জ্যাকসন হাইটস্থ গৌরমেট রেস্টুরেন্টে এক সভায় বিপুল সংখ্যক ব্যক্তিদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। আমরা চাই প্রবাসে অবস্থানরতদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি। পাশাপাশি জকিগঞ্জের খেটে খাওয়া, দরিদ্র মানুষের জন্য কিছু একটা করা। চাইবো শিক্ষা,স্বাস্থ্যসহ উল্লেখ যোগ্য উন্নয়নে ভূমিকা রাখতে। তবে আমাদের ধাপে ধাপে এগুতে হবে।