সিলেটে চিত্র নায়িকা মাহির বিবাহোত্তর সংবর্ধনা ২৪ জুলাই
প্রকাশিত হয়েছে : ৩:০৮:০০,অপরাহ্ন ১২ জুলাই ২০১৬ | সংবাদটি ১৯৮৬ বার পঠিত
ঢাকাই ছবির আলোচিত নায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া (মাহি)’র বিবাহোত্তর ওয়ালিমা অনুষ্ঠানের দিন তারিখ নির্ধারণ হয়েছে। আগামী ২৪ জুলাই রোববার সিলেটের বালুচর আরামবাগ এলাকার আমান উল্লাহ কনভেনশন সেন্টারে সেই অনুষ্ঠানের আসর বসবে। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে ওয়ালিমা অনুষ্ঠানের কল্যাণে শারমিন আক্তার নিপা মাহিয়া মাহী এবং তার স্বামী পারভেজ মাহমুদ অপুকে দেখা যাবে। অনুষ্ঠানে ঢাকার অনেক তারকা এবং গণমাধ্যম ব্যক্তিও উপস্থিত থাকবেন। সিলেটের বিশিষ্টজন, সাংবাদিকদের পাশাপাশি দুই পরিবারের সবাই এবং কাছের আত্মীয়-বন্ধুরা থাকবেন বলে জানিয়েছেন অপুর চাচা এডভোকেট-সাংবাদিক মুহাম্মদ তাজ উদ্দিন। তিনি জানান, অনুষ্ঠানে প্রায় দুই হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
গত ২৫ মে সিলেটের দক্ষিণ সুরমার ছেলে পারভেজ মাহমুদ অপু’র সাথে মাহির আকদ সম্পন্ন হয়।