অধ্যক্ষ কবি কালাম আজাদের প্রথম গল্পগ্রন্থ “শেষের আলোয় সিক্ত শিশির” এর প্রকাশনা উৎসব আগামী ২৭জুলাই
প্রকাশিত হয়েছে : ৪:২৬:০৭,অপরাহ্ন ২২ জুলাই ২০১৬ | সংবাদটি ২৩৪৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বর্তমান সময়ে সিলেটের কবিদের অভিভাবকের ভূমিকায় প্রতিনিধিত্বকারি সিলেটের যেকোন কবি আসরের শিরনামের নামটি কবি কালাম আজাদ। শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন থেকে বেশ কয়েকটি কাব্যগ্রন্থ লিখে কবিতা প্রেমীদের মন জয় করে তাদের মাথার মুকুট হয়ে আছেন তিনি। এই প্রথমবারের মত প্রকাশিত হতে যাচ্ছে প্রখ্যাত এ কবির “শেষের আলোয় সিক্ত শিশির” গল্প বইটির। কবি কালাম আজাদ ফাউন্ডেশনের আয়োজনে আগামি ২৭জুলাই বুধবার বিকাল ৫টায় সিলেটের শিবগঞ্জ এলাকার সোনাপাড়াস্থ সেন্ট্রাল উইমেন্স কলেজে বইটির প্রকাশনা উৎসব অনুষ্টিত হবে।
কবি কালাম আজাদ ফাউন্ডেশনের সভাপতি কবি মুকুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট নাগরী গবেষক ড. জেমস লয়েড উইলিয়াম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেট্রপলিটন ইউনিভার্সিটির পরিক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নন্দলাল শর্মা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি সৈয়দ আলী আহমদ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, এ কে এম ফজলুর রহমান এবং অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কবি মামুন সুলতান। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন সিলেটের নবীন-প্রবীন কবি ও সাহিত্যিকবৃন্দ।
এদিকে অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন কবি কালাম আজাদ ফাউন্ডেশনের সেক্রেটারি কবি নাজমুল আনসারী।