বারহাল ডিগ্রি কলেজে জঙ্গিবাদ বিরোধী মানব বন্ধন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৫:৩৯:৪০,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৬ | সংবাদটি ২২৯৯ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্টঃ জকিগঞ্জ উপজেলার বারহাল ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ”সন্ত্রাস নয়,শান্তি চাই, শংকামুক্ত জীবন চাই” ব্যানারে আজ সোমবার দুপুর বার ঘটিকার সময় শাহগলী বাজার বাসস্ট্যান্ডে জঙ্গিবাদ বিরোধী মানব বন্ধন করেছে।
উক্ত মানব বন্ধনে অংশ গ্রহন করেন বারহাল ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোঃ মাছুম আহমদ,বাংলা প্রভাষক মোঃ আব্দুল হামিদ,ইংরেজী প্রভাষক মোঃ আহমদ হোসেন,অর্থনীতি প্রভাষক মোঃ আব্দুল আলী,ইসলামের ইতিহাস ও সাংস্কৃতির প্রভাষক মোঃ মাহবুল ইসলাম,ইসলাম শিক্ষার প্রভাষক মোঃ আলী উছমান,পদার্থ বিজ্ঞানের প্রভাষক আফরোজা জেছমিন,রসায়নের প্রভাষক এমরান আহমদ,জি বিজ্ঞানের প্রভাষক নিরঞ্জন পাল,গনিতের প্রভাষক বুরহান উদ্দিন,হিসাব বিজ্ঞানের প্রভাষক কয়েছ আহমদ,মার্কেটিং এর আশরাফুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন,ম্যানেজিং