জকিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত বালিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রকাশিত হয়েছে : ১২:১২:৩০,অপরাহ্ন ১০ আগস্ট ২০১৬ | সংবাদটি ২১১৯ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্টঃ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ২০১৬ সালের শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে বারহাল ইউনিয়নে অবস্থিত বালিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত ২৯ জুলাই বৃহস্পতিবার জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোবাশশেরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জকিগঞ্জ উপজেলায় নয় বারে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ও জকিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি রওশন আরা বেগম বলেন, আমার বিদ্যালয়ে এই সুনাম অর্জন করা আমার একার নয়, এটা সম্ভব হয়েছে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতায়।
তিনি বলেন, বিদ্যালয়ের যে কোন কাজ করতে চাইলে কমিটির সবাই আমাকে সমর্থন করে কাজে উৎসাহিত করেন এতে আমি চির কৃতজ্ঞ।
ভবিষ্যতে এই বিদ্যালয়ের মাধ্যমে এলাকার সুনাম যেন ধরে রাখতে পারেন সেই আশা ব্যক্ত করেন তিনি।