জাতীয় শোক দিবসে মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩:০৫:৩৫,অপরাহ্ন ১৫ আগস্ট ২০১৬ | সংবাদটি ১০৬৯ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্টঃ স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জকিগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালিত হয় । কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষার্থীদের মাঝে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, কবিতা আবৃতি ও উপস্থিত বক্তৃতা।
এছাড়াও আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী এর সভাপতিত্বে ও কম্পিউটার শিক্ষিকা জুবেদা আক্তার এর সাবলিল উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও হাফিজ মজুমদার শিক্ষা ট্রাষ্টের সচিব আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক মো: শাব্বির আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা এম.এ.জি. বাবর, কেফায়াতুল কিবরিয়া চৌধুরী, বারহাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব মুহিবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হামিদ চৌধুরী, জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সংগঠনিক সম্পাদক শাহিন আহমদ চৌধুরী নয়ন,৭নং ওয়ার্ড ইউ/পি সদস্য আতাউর রহমান চৌধুরী ।
এছাড়াও সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মালিক চৌধুরী, আব্দুল বারী চৌধুরী, এবাদুর রহমান চৌধুরী, মোস্তাক আহমদ চৌধুরী ও আব্দুল আহাদ শিকদার, শাহগলি আদর্শ বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাংবাদিক সাইফুর রহমান, বিদ্যালয়ের প্রবীন শিক্ষক এ.বি.এম. ছানোয়ার হোসেন, বিশিষ্ট মুরব্বি হাজী শওকত আলী, আব্দুল লতিফ চৌধুরী, জালাল আহমদ চৌধুরী, জামাল আহমদ চৌধুরী প্রমূখ ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় । সভায় সকল বক্তাই জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে জাতীয় শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশের সফল প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান ।
সব শেষে মিলাদ ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয় । উক্ত দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শাহাদাত বরণকারী সকল শহীদানের রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মছরুরুল হামিদ চৌধুরী ।