জাতীয় শোক দিবস পালন করল বালিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রকাশিত হয়েছে : ২:১১:৫০,অপরাহ্ন ১৬ আগস্ট ২০১৬ | সংবাদটি ৯১৯ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্টঃ জকিগঞ্জ উপজেলার ২০১৬ সালের শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত বালিটেকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক সভার আয়োজন করে।
শোক সভায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল,বঙ্গবন্ধুর জীবনী নিয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে আলোক চিত্র প্রদর্শন,কবিতা আবৃতি, উপস্থিত বক্তব্য ও মিলাদ মাহফিল।
এতে উপস্থিত ছিলেন,বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি, উপজেলায় নয় বারের প্রধান শিক্ষিকা নির্বাচিত, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা বেগম,বাটইশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খন্দকার শফিকুল ইসলাম,শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাংবাদিক সাইফুর রহমান,বিদ্যালয়ে
এছাড়াও উপস্থিত ছিলেন,সহকারী শিক্ষিকা রুকিয়া বেগম,মাহমুদা বেগম,নাজমিন নাহার খানম,দিলরুবা ইয়াছমিন,মো: ইমদাদুর রহমান,নিশা রানী চন্দ্র।
সার্বিক সহযোগিতা করেন,বিজিত পাল।