বারহাল ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলার অঙ্গীকার নিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দের দায়িত্ব গ্রহন
প্রকাশিত হয়েছে : ১১:২৮:২৪,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৬ | সংবাদটি ২১৭৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা বারহাল ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলার অঙ্গীকার নিয়ে দায়িত্ব গ্রহন করলেন। বুধবার বিকাল তিন ঘটিকার সময় ইউনিয়ন পরিষদের হল রুমে নবনির্বাচিত সফল চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ইউনিয়ন সচিব বিধান চন্দ্র বিশ্বাসের সাবলীল সঞ্চালনায় শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমানের পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু করা হয়ে।
এতে নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী বলেন “জনগন আমাদেরকে নির্বাচিত করেছে আমরা জনগণের সেবক। আজকের দিনটির জন্য আমাদেরকে অনেক অপেক্ষা করতে হয়েছে। আমরা জনগনের ভালবাসায় আজ এই চেয়ারে বসতে পেরেছি, সুতারাং আমরা জনগনের দেওয়া মুল্যবান রায়ের প্রতিদান দেয়ার চেষ্টা করবো।
আমরা সুশীল সমাজকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ-মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বেকার যুবক-যুবতীদের যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলার কাজ করব। নারী ও শিশুনির্যাতন, মানব পাচার, এসিড, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং মাদক, চোরাচালান এবং জঙ্গীবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। দীর্ঘ দিনের জরাজীর্ণতাকে পিছনে ফেলে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল উন্নয়ন মূলক কাজ ত্বরান্বিত করবো।
তিনি দৃঢ় প্রত্যয়ে আরো বলেন সর্বপরি সকলের সহযোগিতায় ১নং বারহাল ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুখ-শান্তি আর নাগরিকের সুযোগ সুবিধা।
এতে গুরুত্ব পুর্ন বক্তব্য রাখেন,বারহাল ইউনিয়ন ট্যাগ অফিসার ডাঃ ফারুক আহমদ, ১নং ওয়ার্ড সদস্য শাহজাহান উদ্দিন, ৩নং ওয়ার্ড সদস্য মোঃ মখদম আলী, ৪নং ওয়ার্ড সদস্য সুনাম উদ্দিন, ৯নং ওয়ার্ড সদস্য সুমন আহমদ চৌধুরী।
উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড সদস্য সুলেমান আহমদ, ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল আহাদ চৌধুরী কয়েল, ৬নং ওয়ার্ড সদস্য আব্দুস ছালাম, ৭নং ওয়ার্ড সদস্য আতাউর রহমান চৌধুরী, ৮নং ওয়ার্ড সদস্য মোঃ আলেক আহমদ, সংরক্ষিত মহিলা সদস্য ১,২ ও ৩ নং ওয়ার্ডের রিনা রানী, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের ফাতিমা বেগম, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের রোকিয়া বেগম।