লন্ডন আল ইসলাহ নেতা ফরিদ আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ১০:০০:১৭,অপরাহ্ন ২০ আগস্ট ২০১৬ | সংবাদটি ১১২৮ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্টঃ বারহাল তাফসীরুল কোরআন পরিষদ এর উদ্যোগে প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি আঞ্জুমানে আল ইসলাহ ইউকে, সাবেক প্রিন্সিপাল লতিফিয়া গার্লস স্কুল, কনসালটেন্ট ফরেন এন্ড কমনওয়েলথ অফিস ইউকে, সাবেক প্রধান ইসলামিক প্রোগ্রামার এন্ড চেরিটি ডিপার্টমেন্ট চ্যানেল আই ইউরোপ, সাবেক চেয়ারম্যান আঞ্জুমানে আল ইসলাহ লন্ডন ডিভিশন, জনাব ফরিদ আহমদ চৌধুরী কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার বাদ মাগরিব শাহগলী বাজার ছদিওলস কোচিং সেন্টারে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ বারহাল ইউ/পি শাখার সভাপতি মুক্তাউর রহমান চৌধুরী চুনু মিয়ার সভাপতিত্বে শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমানের সঞ্চালনায় ক্বারি হানিফ আহমদের কেরাত পাঠ ও আল ইসলাহ ইউ/পি শাখার সাধারন সম্পাদক মাওঃ ফয়েজ উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি মাওঃ ফরিদ আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বারহাল হাটুবিল গাউছিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ ফারুক আহমদ,সহ সুপার মাওঃ আব্দুল কাদির জিহাদী,সহকারী শিক্ষক মাওঃ এম এ নুর,পাতন কারীয়ানা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল মানিক।
এতে উপস্থিত ছিলেন, মাষ্টার ময়নুল হক, ডাঃ আব্দুন নুর, শফিকুর রহমান তাপাদার, হাফিজ আছলাম আহমদ, মাওঃ মাসুক আহম, নাজির আহমদ, শিবলু আহমদ,সাবেল আহমদ, সাহেদ আহমদ, আছাদ আহমদ,আবু সুফিয়ান, তারেক আহমদ,নুরুল ইসলাম প্রমুখ।