মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৫:২০:২৫,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০১৬ | সংবাদটি ১৫৫৯ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্টঃ গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও জনসচেতনতামূলক আলোচনা সভা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, ইমাম, ম্যানেজিং কমিটির সদস্য, ধর্মীয় নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে শনিবার সকাল ১১:৩০ ঘটিকায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি জনাব তোফায়েল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও কম্পিউটার শিক্ষিকা জুবেদা আক্তারের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে দশম শ্রেণির ছাত্র কামরান আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১নং বারহাল ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোস্তাক আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাব্বির আহমদ, বারহাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল হামিদ চৌধুরী, বিদ্যালয়ের দাতা সদস্য জনাব আব্দুল মালিক চৌধুরী, পরচক ফাতিমাতুজ যাহরা বালিকা টাইটেল মাদ্রাসার শিক্ষক মাওলানা আমান উল্লাহ ও মাওলানা আব্দুল হান্নান, বাটইশাইল বালিটেকা ফুরকানিয়া কওমী মাদ্রাসার শিক্ষক মাওলানা ফয়াজ উদ্দীন ও মাওলানা আব্দুর রহিম ।
আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ডা. নাজরুল ইসলাম, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান, বিদ্যালয়েল সহকারী প্রধান শিক্ষক রুনু কুমার দাস ও বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হক লনু মিয়া। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড সদস্য আতাউর রহমান চৌধুরী,আব্দুল বাছিত চৌধুরী,আব্দুল আহাদ শিকদার, এম.এ. মতিন চৌধুরী জালাল, জামাল আহমদ চৌধুরী, এবাদুর রহমান চৌধুরী, ব্যবসায়ী মঈন উদ্দিন,মাষ্টার হারুনুর রশীদ চৌধুরী,বিশিষ্ট মুরব্বি শওকত আলী,ছাত্রলীগ নেতা জাকির হোসেন চৌধুরী প্রমূখ।
উপস্থিত সবাই সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং একই সাথে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও নিজ নিজ গৃহে পড়ালেখায় তদারকী করার জন্য অভিভাবকদের অনুরোধ করেন।
সবশেষে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া আরজানিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা মঈন উদ্দিন।