বারহাল হাটুবিল গাউছিয়া দাখিল মাদ্রাসায় সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৯:৩৩:০৩,অপরাহ্ন ০৪ সেপ্টেম্বর ২০১৬ | সংবাদটি ৮৬৮ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্টঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক জকিগঞ্জ উপজেলার বারহাল হাটুবিল গাউছিয়া দাখিল মাদ্রাসায় সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ পালন করে।
শনিবার সকাল দশ ঘটিকার সময় মাদ্রাসার হল রুমে মাদ্রাসার সুপার মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে দশম শ্রেনীর ছাত্র তুহিন আহমদের সঞ্চালনায় নবম শ্রেনীর ছাত্র হাফিজ তুহিন আহমদের পবিত্র কোরআন তেলাওয়াত ও নবম শ্রেনীর ছাত্রী তামান্না আক্তারের নাতে রাসুল (সঃ) পরিবেশনের মধ্যদিয়ে সমাবেশ শুরু করা হয়ে।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, মাদ্রাসার
ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দশম শ্রেনীর ছাত্র ছালমান আহমদ।
উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, ছাত্র/ছাত্রী ও অভিভাবক বৃন্দ।