জকিগঞ্জে প্রতিমা ভাংচুর
প্রকাশিত হয়েছে : ৭:২০:১৪,অপরাহ্ন ১১ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৮৪৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ পৌর এলাকার গোপীরচকের কালি মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দূর্বৃত্তরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ জানান, মঙ্গলবার বেলা ২টার দিকে কে বা কারা প্রতিমা ভাংচুর করেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
প্রসঙ্গত: হিন্দুধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দুর্গাপূজা আগামী ১৫অক্টোবর থেকে শুরু এবং বিজয়া দশমী হবে ১৯ অক্টোবর।