চকবুরহানপুরে ক্যান্সার আক্রান্ত লতা মিয়াকে নগদ অর্থ প্রদান
প্রকাশিত হয়েছে : ৭:৫০:০৪,অপরাহ্ন ১১ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৭৬১ বার পঠিত
সাইফুর রহমান,বারহাল থেকে
১১ই অক্টোবর রোজ বৃহস্পতিবার জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের দি স্টুডেন্ট ডেভেলপমেন্ট ক্লাব(চক-বুরহান পুর) এর সহযোগীতায় বারহাল ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয় থেকে নগদ অর্থ সংগ্রহ করে ক্যান্সার আক্রান্ত আব্দুল লতিফ (লতা মিয়া)র হাতে প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ জকিগঞ্জ উপজেলার সভাপতি ডাঃ ভোলন দেব পার্থ,দি স্টুডেন্ট ডেভেলপমেন্ট ক্লাব (চক-বুরহান পুর)এর সভাপতি আব্দুল আজিজ,সহসভাপতি তানিম আহমদ,সাধারণ সম্পাদক সজল কান্তি দাস,যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আল হাসান,সহ সাংগঠনিক সম্পাদক বিজিত লাল দাস ও এস এ কম্পিউটার এর পরিচালক সৈয়দ আব্দুর রহমান।