জকিগঞ্জ বাজারের সাবেক ব্যবসায়ী, প্রবাসী বছন এর ইন্তেকাল; আগামীকাল বেলা ১১টায় জানাযা
প্রকাশিত হয়েছে : ৮:২৪:২৯,অপরাহ্ন ১২ অক্টোবর ২০১৮ | সংবাদটি ১০২৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ বাজারের সাবেক ব্যবসায়ী, পৌর এলাকার বিলেরবন্দগ্রাম নিবাসী, সৌদিআরব প্র্রবাসী মছমন উদ্দিন বছন(৪৫) আজ শুক্রবার বিকেলে তার নিজের বাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী…রাজিয়ুন। গতকাল বৃহস্পতিবার ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে ৩ছেলে, ২মেয়ে সহ অনেক আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের আকস্মিক ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আল আরাফাহ ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক মো: মুজিবুর রহমান, আমেরিকা প্রবাসী আনোয়ারুল ইসলাম রানা, লন্ডন প্রবাসী জামাল আহমদ, জকিগঞ্জ বার্তা সম্পাদক এনামুল হক মুন্না, প্রবাসী রফিকুল ইসলাম, রফিক আহমদ খান, তাজুল ইসলাম, আব্দুল আহাদ, নজরুল ইসলাম, ফয়ছল আহমদ, আব্দুল হামিদ, মাছুম আহমদ, সালাহ উদ্দিন সেলিম, রুহেল আহমদ, আবুল কালাম প্রমূখ।
এদিকে মছমন উদ্দিন বছনের জানাযার নামাজ আগামীকাল শনিবার বেলা ১১টায় বিলেরবন্দ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।