গোলাপগঞ্জ থেকে কিশোরী নিখোঁজ: থানায় জিডি
প্রকাশিত হয়েছে : ৫:৪৭:৩৩,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৫২৬ বার পঠিত
সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত অানোয়ার অালীর বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে রিমি বেগম (১৬) নিখোঁজ হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর একবাইল গ্রামের তার বড় বোনের বাড়ি থেকে সে নিখোঁজ হয়।
জানা গেছে- গত সোমবার (৮ অক্টোবর) রিমি বেগম গোলাপগঞ্জে তার বড় বোন সুলতানা বেগমের বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার সকাল ৬টার দিকে হঠাৎ সে বাড়ী থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোন সন্ধান মেলেনি। তাঁর গায়ের রং ফর্সা উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার ও মধ্যম স্বাস্থ্যের অধিকারী। তার পরনে ছিল নীল রংঙের ড্রেস ও কালো উড়না।
এ ঘটনায় গোলাপঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৭৪১/১২-১০-২০১৮ইং) করা হয়েছে। কেউ মেয়েটির সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা বড় ভাই মোঃ শাহীন অাহমদের মুঠোফোন নম্বরে (০১৭২৩১০৩৭৭৯, ০১৭৪৫৯০২৪৩৫) যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার পরিবারের সদস্যরা।