প্রবাসী মছমন উদ্দিন বছনের দাফন
প্রকাশিত হয়েছে : ৬:০৫:৩০,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৯৫১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ বাজারের সাবেক ব্যবসায়ী, পৌর এলাকার বিলেরবন্দগ্রাম নিবাসী, সৌদিআরব প্র্রবাসী মছমন উদ্দিন বছন(৪৫) আজ শুক্রবার বিকেলে তার নিজের বাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী…রাজিয়ুন। গতকাল বৃহস্পতিবার ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে ৩ছেলে, ২মেয়ে সহ অনেক আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে বিলেরবন্দ মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযায় ইমামতি করেন জকিগঞ্জ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশাহীদ আহমদ কামালী। জানাযায় এলাকার সর্বস্থরের বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
মরহুমের আকস্মিক ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।