৬০হাজার টাকা মানবতার কল্যাণে দিয়েছে বৃহত্তর ইছামতি কালিগঞ্জ প্রবাসী কল্যান সংস্থা
প্রকাশিত হয়েছে : ৬:২৬:২০,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৬২৯ বার পঠিত
আবারও অসহায় মানুষের পাশে দাঁড়াল ‘বৃহত্তর ইছামতি কালিগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থা। কলাকুটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর কিডনী রোগে আক্রান্ত অসহায় মেধাবী ছাত্রী ফাহমিদা বেগমের পরিবারকে পঞ্চাশ হজার টাকা এবং রসুলপুর গ্রামের বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত নামর আলীর পরিবারকে দশ হাজার টাকা দিয়েছেন সংস্থার সদস্যবৃন্দ। ১২ অক্টোবর শুক্রবার দুপুরে কালিগঞ্জ বাজারের চৌধুরী প্লাজায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান প্রদান করা হয়। সংস্থার সাহিত্য সম্পাদক কামাল আহমদের পরিচালনায় এবং উপদেষ্টা মাওলানা জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব সীমান্তিকের চীফ প্রেট্রন বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির। মানবিক কাজের জন্য তিনি বৃহত্তর ইছামতি কালিগঞ্জ প্রবাসী কল্যান সংস্থার সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শামিম আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী। উপস্থিত ছিলেন কলাকুটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হক, আব্দুল কাদির, কলাকুটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি মোঃমাকছুদুল হক তালুকদার,স্বাগত বক্তব্য দেন সংস্থার প্রচার সম্পাদক শাহীন তালুকদার। প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংস্থার শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহাব, ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন,সমাজ সেবী তোফায়েল চৌধুরী স্বপন প্রমুখ।