এম আর মজুমদার বিদ্যানিকেতনে নতুন ভবন উদ্বোধনে হুইপ সেলিম এমপি
প্রকাশিত হয়েছে : ৯:১৬:০০,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০১৮ | সংবাদটি ১৪৬৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের এম আর মজুমদার বিদ্যানিকেতনের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি, ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু। প্রধান শিক্ষক বিকাশ চন্দ্রের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, সমাজসেবক জাহেদ আহমদ প্রমূখ।