আইনগত বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে : ১:২৪:৩৫,অপরাহ্ন ১৭ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৮৭৬ বার পঠিত
আইনগত বিজ্ঞপ্তি: সর্ব সাধারনের অবগতির জন্য জানাচ্ছি যে আমি মোহাম্মদ আশরাফুর রাহমান, পিতা মরহুম আলহাজ ডা: শামস উদ্দিন আহমদ,গ্রাম – খলাদাপনিয়া,ডাকঘর- ইছামতি,উপজেলা- জকিগঞ্জ, জেলা – সিলেট।পারিবারিক প্রয়োজনে বর্তমানে আমি যুক্তরাজ্যে অবস্হান করছি। বিভিন্ন সুত্র মারফত প্রাপ্ত তথ্যনুযায়ী আমার অনুপস্থিতিতে পৈতৃক সুত্রে প্রাপ্ত নিম্ন বর্নিত ভুমি আমাকে কোনরুপ অবগত করা ছাড়াই কে বা কাহারা বিক্রি করার অপচেষ্টা করছে।যদি কেহ এই সম্পত্তি কেনার চেষ্টা করেন তাহলে ক্রেতা ও বিক্রেতা উভয়ের বিরুদ্ধে আমি বাংলাদেশের প্রচলিত আইন ও বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো। আপত্তিকৃত ভুমির বিবরন নিম্নরুপ।
জে এল নং ৮৯, মৌজা খলাদাপনিয়া, উপজেলা জকিগঞ্জ, জেলা সিলেট।
এস এ খতিয়ান নং ৭৫৭। নামজারী খতিয়ান ১৪৪৮, এস এ দাগ নং ২৭৭৯, হাল খতিয়ান ডিপি ৬৩২, হাল দাগ নং ৪৫৬৯,জমির পরিমান দোকান ০.৪৮ ।