জকিগঞ্জে স্বরস্বতী পুজা উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে হাফিজ মজুমদার এমপি
প্রকাশিত হয়েছে : ৮:২১:৪৫,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০১৯ | সংবাদটি ৮৯১ বার পঠিত
জকিগঞ্জ পৌর এলাকার ছয়লেনে অবস্থিত কেন্দ্রিয় মন্দিরে হাফছা মজুমদার ডিগ্রী কলেজের উদ্যোগে স্বরস্বতী পুজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ড. হাফিজ আহমদ মজুমদার এমপি।
বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ, পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান হাওলাদার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক হরিপদ দত্ত, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সহকারি সচিব শুভ্র কান্তি দাস চন্দন প্রমূখ।