কানাইঘাটে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ২:০৭:৩২,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৯ | সংবাদটি ২১৮২ বার পঠিত
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. খাদিজা বেগমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার সন্দ্বীপ কুমার সিংহ এই ঘোষণা দেন।
কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী অংশ গ্রহণ না করায় রিটার্নিং অফিসার সন্দ্বীপ কুমার সিংহ এ ঘোষণা দেন এবং খাদিজা বেগমকে ফরম ‘ঙ’ এ স্বাক্ষর যুক্ত পত্র প্রদান করেন।
খাদিজা বেগম কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় কানাইঘাট উপজেলাবাসীসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, সোমবার (১৮ ফেব্রুয়ারি) ছিল দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনে অংশগ্রহণের জন্য এদিন ১১জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র খাদিজা বেগম মনোনয়ন জমা দেন।