পুরো উপজেলা মাদক মুক্ত হবেই, জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দকে নবাগত ওসি
প্রকাশিত হয়েছে : ৬:২৯:৪২,অপরাহ্ন ০৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ২৪৭৪ বার পঠিত
জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত ওসি মীর মো. আব্দুন নাসের। মঙ্গলবার বেলা ২টার দিকে তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওসি বলেন পুরো উপজেলা মাদক মুক্ত হবেই। মাদক মুক্ত করতে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারিকে আত্মসমর্পণের জন্য ৫দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। আগামী শুক্রবার এর মধ্যে কেউ আত্মসমর্পণ করলে তাকে প্রাথমিকভাবে ছাড় দেওয়া হবে। তিন মাস খোজ নেওয়া হবে, সে ফের মাদকের সাথে জড়িত হচ্ছে কি না। বলেন মাদক ব্যবসায়ী ও সেবনকারি কাউকে ছাড় দেওয়া হবে না। যে কোনো মামলায় তদবির লাগবে না। সরাসরি তাঁর কাছে এসে বলতে পারবেন। তবে তথ্য যাচাই করে মামলা রেকর্ড করা হবে।থানা হবে মানুষের আশা ভরসার আশ্রয়স্থল। অপরাধী বিষয়ে যে কেউ সরাসরি তাকে তথ্য দিতে পারবেন। এটি সিক্রেট থাকবে। মাদক সহ সকল প্রকার অপরাধ মুক্ত জকিগঞ্জ গড়তে তাঁর পক্ষ থেকে সব কিছু করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মতবিনিময়ের এক পর্যায়ে মাদক মামলার এক আসামী সাগর ফুল নিয়ে থানায় হাজির হয়। ওসিকে ফুল দিয়ে সে আত্মসমর্পণ করে।
সাংবাকিদের প্রশ্নের জবাবে বলেন এই প্রথম কোনো থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছি। ওলি, আউলিয়ার জকিগঞ্জে আমাকে আসতে হয়েছে। অবশ্যই জকিগঞ্জ উপজেলাকে সকল প্রকার অপরাধ মুক্ত রাখতে যে কোনো ধরণের চেষ্টা থাকবে। ছেলে ধরা গুজব রোধ, ডেঙ্গু সচেতনতায় পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান।
সভায় উপস্থিত ছিলেন থানা পুলিশের সেকেন্ড অফিসার সৈয়দ ইমরোজ তারেক, প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, নির্বাহী সদস্য আল মামুন, রিপন আহমদ, আল হাছিব তাপাদার সদস্য কে এম মামুন, আবু বক্কর মো. ফয়ছল, মেহেদী হেলাল ও সংবাদ কর্মী ওমর ফারুক।