বাবুর বাজার শাহ বদল রহ. মাদ্র্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল রোববার
প্রকাশিত হয়েছে : ১১:২২:১১,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫৫৭ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জের বাবুর বাজার এলাকায় অবস্থিত হযরত শাহ বদল রহ. হিফজুল ক্বোরআন মাদ্র্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রহ এর ঈসালে সাওয়াব মাহফিল রোববার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি মােঃ গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা শিহাব উদ্দিন আলী পুরী, প্রিন্সিপাল রাখালগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা । হযরত মাওঃ আব্দুল মুমিন সিরাজি, ভাষ্যকার বৈশাখী টেলিভিশন ঢাকা, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস নূরী চন্দনপুরী।
