গঙ্গাজলে সীরাতুন্নবী (সা.) মাহফিল আগামীকাল মঙ্গলবার
প্রকাশিত হয়েছে : ৫:১২:১৯,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯৭ বার পঠিত

জকিগঞ্জের গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসায় আগামীকাল মঙ্গলবার সীরাতুন্নবী ( সা.) উদযাপন কমিটি গঙ্গাজল এর উদ্যোগে ১৯তম বার্ষিক সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দস আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জামেয়া ইউনুসিয়া বি বাড়িয়া’র মুহাদ্দিস মাওলানা মুফতি নোমান আলী হাবীব। বয়ান রাখবেন উলামায়ে কেরামগণ। মাহফিলে সকলের উপস্থিতি কামনা করেছেন আয়োজকবৃন্দ।
