শরীফগঞ্জে তাফসিরুল ক্বোরআন মাহফিল ৬জানুয়ারি সোমবার
প্রকাশিত হয়েছে : ৯:৪৮:৩৩,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩৮৯ বার পঠিত
জকিগঞ্জের শরীফগঞ্জ বাজারে সীরাতুন্নবী (সা.) শরীফগঞ্জ এর উদ্যোগে ১২তম বার্ষিক তাফসিরুল ক্বোরআন মাহফিল ৬জানুয়ারি সোমবার বেলা১১টা হতে মধ্য রাত পর্যন্ত চলবে। এতে সভাপতিত্ব করবেন শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দস আলী। মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করবেন আল্লামা মুফতি অলিউর রহমান ছাহেব জাদায়ে বর্ণভী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মুফতি আনোয়ার হোসাইন চিশতী নরসিংদী। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ ঢাকা। মাহফিলে দেশ ও বিদেশের প্রখ্যাত উলামায়ে কেরামগণ আলোচনা রাখবেন। মাহফিলে মুসল্লিদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন মাহফিল উদযাপন কমিটি।
