জকিগঞ্জে তায়িফাতুল উম্মাহ তাফসীর ১০মার্চ
প্রকাশিত হয়েছে : ১০:৫৬:৪৮,অপরাহ্ন ০৫ মার্চ ২০২০ | সংবাদটি ৮৯৬ বার পঠিত
জকিগঞ্জে তায়িফাতুল উম্মাহ তাফসীর কমিটির উদ্যোগে ১০মার্চ মঙ্গলবার জকিগঞ্জ শিশুপার্ক মাঠে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শায়খুল হাদীস আল্লামা মুকদ্দস আলী ও শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিছ। প্রধান অতিথির বয়ান পেশ করবেন শায়খুল হাদীস আল্লামা মুফতি নূরুল হক শায়খে জকিগঞ্জী। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা লোকমান মাজহারী ঢাকা, তাফসীর পেশ করবেন মাওলানা আলিম উদ্দিন দুর্লভপুরী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা উসমান গনী ঢাকা, মুফতি আবুল হাসান, মাওলানা মাহমুদুর রহমান। মাহফিলে মুসল্লিদের উপস্থিতি কামনা করা হয়েছে।