জকিগঞ্জে আলতা লস্করের এক হাজার মশারী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১:২৮:২১,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০২০ | সংবাদটি ৫২৪ বার পঠিত
জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী আলতাফ লস্কর আলতার পক্ষ থেকে সোমবার বিকেল তিনটায় এলাকার একহাজার দরিদ্র মানুষের মধ্যে মশারী বিতরণ করা হয়েছে। এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর, মাজেদা রওশন শ্যামলী, সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন। ঐদিন এলাকার সর্বস্থরের হাজারো মানুষের জন্য ভূরিভোজের আয়োজন করেন আলতাফ লস্কর।