- প্রচ্ছদ
- জকিগঞ্জবার্তা
- ২১ নভেম্বর দেশের প্রথম মুক্তাঞ্চল দিবস উদযাপনে জকিগঞ্জে প্রস্তুতি সভা
২১ নভেম্বর দেশের প্রথম মুক্তাঞ্চল দিবস উদযাপনে জকিগঞ্জে প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ১০:১৮:৩৭,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০২১ | সংবাদটি ২৮৭ বার পঠিত
জকিগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ২১ নভেম্বর প্রথম হানাদার মুক্ত হয় জকিগঞ্জ। ২১ নভেম্বর দেশের প্রথম মুক্তাঞ্চল দিবস উদযাপন উপলক্ষে রোববার বেলা সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন। সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মোতালেবের পরিচালনায় মূখ্য আলোচক ছিলেন সীমান্তিকের প্রতিষ্ঠাতা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির। বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার, সাবেক চেয়ারম্যান আকরাম আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধার সন্তান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান, আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান ও যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম।
এর আগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির সহ নেতৃবৃন্দ।