সিলেট-জকিগঞ্জ রোডে অস্বাভাবিক বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৩:০৩:১৪,অপরাহ্ন ২১ নভেম্বর ২০২১ | সংবাদটি ৫৮৫ বার পঠিত
সংবাদ দাতাঃ সিলেট–জকিগঞ্জ রোডে অস্বাভাবিক বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদেযাত্রী অধিকার পরিষদ জকিগঞ্জ‘র উদ্যোগে গতকাল শনিবার জকিগঞ্জেরঈদগাহ বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খলাছড়া ইউনিয়ন এরসাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল গফুরের সভাপতিত্বে ও শ্রমিক কল্যাণফেডারেশন জকিগঞ্জ উপজেলা সহ–সভাপতি এ কে আজাদের পরিচালনায়বক্তব্য রাখেন মাহমুদুল হাসান, মেম্বার শফিউল আলম মুন্না,সাবেক উইপিসদস্য মোস্তাক আহমদ, এমসি কলেজ ছাত্র আনজার আল মুনির।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার তেলের দাম বৃদ্ধি করার পর ডিজেলচালিত গাড়ির ভাড়া ২০–২৪% বৃদ্ধির কথা থাকলেও বাস মালিক সমিতিবেআইনীভাবে ভাড়া ৫৫–৬০% বৃদ্ধি করেছে। প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়ামানুষের উপর অতিরিক্ত যে ভাড়া চাপিয়ে দেওয়া হয়েছে তা অনতিলম্বেপ্রত্যাহার করতে হবে অন্যথায় জকিগিঞ্জের সর্বস্তরের জনতা কঠোরআন্দোলনে যেতে বাধ্য হবে।
এতে কোরআন তেলাওয়াত করেন নাসির আলম। এছাড়া আরো উপস্থিতছিলেন হাজী জালাল উদ্দিন, জয়নাল আবেদিন ও তাজির আহমদ সহএলাকার সর্বস্তরের জনতা।