- প্রচ্ছদ
- জকিগঞ্জবার্তা
- জকিগঞ্জে আর্সেনিক ঝুঁকি নিরসনে প্রতিটি নলকুপ পরীক্ষা করা হবে
জকিগঞ্জে আর্সেনিক ঝুঁকি নিরসনে প্রতিটি নলকুপ পরীক্ষা করা হবে
প্রকাশিত হয়েছে : ১১:২৩:১৯,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ৩৯৭ বার পঠিত
জকিগঞ্জ প্রতিনিধি
পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের আওতায় জকিগঞ্জ উপজেলার সরকারি বেসরকারি সকল নলকূপের পানির আর্সেনিক পরীক্ষা, নলকূপে লাল / সবুজ রং করা ও মোবাইল এ্যাপসে তথ্য প্রেরণের জন্য প্রত্যেক ইউনিয়নে ৬ জন করে পরীক্ষাকারী এবং ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মেকানিকদের দু দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিসিটি ধ্রুবরাজ চক্রবর্তীর উপস্থাপননায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ আজাদ কাজী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী. সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন।
এ বিষয়ে আজাদ কাজী জানান নলকুপে আর্সেনিকের মাত্রা ৫০ পিপিবি এর অধিক হলে লাল রং আর কম হলে সবুজ রং করা হবে। প্রশিক্ষণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর প্রতিনিধি প্রকৌশলী জিনাত ভূইয়া ও প্রকৌশলী সান্ত্বনা ঘোষ।