জকিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এবং সাবেক সাংসদ সেলিমের পৃষ্ঠপোষকতায় ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২:০৫:১৭,অপরাহ্ন ০৩ জুন ২০২২ | সংবাদটি ২৮৮ বার পঠিত
জকিগঞ্জ প্রতিনিধি
আছাদ-আজিজুন ফাউন্ডেশনের চেয়ারম্যান,
জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ, জকিগঞ্জ-কানাইঘাটের সাবেক এমপি সেলিম উদ্দিনের পৃষ্ঠপোষকতায় এবং জকিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে বিগত তিন দিন থেকে ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করা হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, সহ-সভাপতি এখলাছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, প্রচার সম্পাদক মোর্শেদ লস্কর, দপ্তর সম্পাদক কে এম মামুন, নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার।
প্রতিটি প্যাকেটে ছিল, ১. আটা ২ কেজি, ২. চিড়া দেড়কেজি, ৩. মশারী ডাল ১ কেজি, ৪. ওরস্যালাইন ৩ টি, ৫. ডেটল সাবান ২ টি, ৬. কাপড় কাচার সাবান ১ টি, ৭. আলু ২ কেজি, ৮. চিনি ৫০০ গ্রাম, ৯. লবন ১ কেজি, ১০.পিয়াজ ১ কেজি।
এ বিষয়ে সেলিম উদ্দিন বলেন আছাদ-আজিজুন ফাউন্ডেশন হচ্ছে আমাদের পারিবারিক একটি সংগঠন। এই ফাউন্ডেশন থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক মানুষকে সহায়তা করা হচ্ছে।
লন্ডন থাকলেও বন্যার্ত সর্বস্থরের মানুষের কল্যাণে তাঁর সর্বাত্মক সহযোগিতা আছে এবং থাকবে এমনটাই জানিয়েছেন তিনি।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন সাবেক সাংসদ সেলিম উদ্দিন লন্ডন থাকলেও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার খোঁজ খবর নিয়েছেন। তাঁর পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।