রারাই নদী ভাঙন রোধে সাইফুদ্দিন খালেদের অর্থ সহায়তা
প্রকাশিত হয়েছে : ৫:০২:৩৭,অপরাহ্ন ০৭ জুলাই ২০২২ | সংবাদটি ২৩৭ বার পঠিত
জকিগঞ্জের রারাই গ্রামে কুশিয়ারা নদীর ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের জন্য ২৫ হাজার টাকা সহায়তা করেছেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ। বুধবার বিকেলে জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদের কাছে ২৫ টাকার চেক তুলে দেন তিনি। এছাড়াও বানভাসি মানুষদের মধ্যে আড়াইলক্ষ টাকার ত্রাণ বিতরণ করেছেন।
এ বিষয়ে সাইফুদ্দিন খালেদ জকিগঞ্জ বার্তাকে বলেন স্মরণকালের ভয়াবহ বন্যায় অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জন্য আমার পক্ষ থেকে পুরো উপজেলা অর্থাৎ ১ পৌরসভা ও ৯ ইউনিয়নের অনেক মানুষের মধ্যে আড়াইলক্ষ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের জন্য ২৫ হাজার টাকা দান করেছি। বাঁধ নির্মাণে এটি সহায়ক ভূমিকা পালন করবে।তিনি বলেন সম্প্রতি এই দুর্যোগে অনেক মানুষকে আরো দূই লক্ষ টাকা সহায়তা করেছি। মানুষের যে কোন বিপদে অতীতের মতো আগামীতেও জনগণের পাশে আছি থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।